মাদারীপুরে বাড়িঘর ভেঙে লুটপাটের অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-৩১, ১০:২২ অপরাহ্ন /
মাদারীপুরে বাড়িঘর ভেঙে লুটপাটের অভিযোগ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৩১,জুলাই,

রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলার
গোলাম মোস্তফা মৃধার বাড়িতে হামলা এবং পরিবারের সদস্যদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সদর উপজেলার ধুরাইল ইউনিয়ননের মৃধাকান্দি গ্রামের গোলাম মোস্তফা মৃধার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ চলমান রয়েছে।

চলমান বিরোধের সূত্র ধরে একপর্যায়ে প্রতিবেশিদের মধ্যে কথা কাটাকাটি হয় তার’ই সূত্র ধরে তার নিজ বাড়িতে হামলা করে প্রতিপক্ষের লোকজন।

প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পরিবারটি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি।
বিভিন্ন সময়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীর মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হতো বলে জানা যায়।

পরিবারসূত্রে জানা যায় গত ০৯/০২/২০২২ ইং তারিখে গোলাম মোস্তফা মৃধাকে না পেয়ে বসতঘর ভাঙচুর করে, বাধা দিতে গেলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা মৃধার ছেলে আশিকুর রহমান।
এ ছাড়াও পরিবারের ওপর হামলার চেষ্টা করা হয়। এখন পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে ভুক্তভোগীর দাবী।