প্রকাশিত,৩১,জুলাই,
পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:
– দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবদহী শিক্ষা প্রতিষ্টান
পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিশিষ্ট সমাজ সেবক ইন্জিনিয়ার জসিম উদ্দিন’কে শিকানুরাগী সদস্য মনোনীত হয়েছেন। গতকাল ৩০ জুলাই মঙ্গলবার সকালে স্কুলের হলরুমে ম্যানেজিং কমিটির সভায় সদস্য মনোনীত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক ঋষি বিশ্বাস। চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন, স্কুলের দাতা সদস্য মফজল আহম্মদ চৌধুরী, নবনির্বাচিত শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন,অভিভাবক সদস্য দেবাশীষ চৌধুরী শিমুল, মোহাম্মদ শাহ ইলিয়াস চৌধুরী, মোহাম্মদ সফিকুর রহমান, মোহাম্মদ হাসেম,সংরক্ষিত মহিলা সদস্য নাজমা বেগম,জান্নাতুল ফেরদৌস, সাধারণ শিক্ষক সদস্য ইয়াসমিন আকতার, আনন্দ মোহন মজুমদার, সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস প্রমুখ। উল্লেখ্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। এদিকে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের
নবনির্বাচিত শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছেন কমিটির নেতৃবৃন্দ এবং স্কুলের শিক্ষকগণ। এ ব্যাপারে নবনির্বাচিত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ইন্জিনিয়ার জসিম উদ্দিন জানান, বর্তমান সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শনের আলোকে শিক্ষার
শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে, চক্রশালা স্কুলে লেখা পড়ার মানউন্নয়নে তিনি শিক্ষক, অভিভাবক সকলের সহযোগিতা কামনা করেন।
সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম
৩০/০৭/২৪ ইং।
আপনার মতামত লিখুন :