প্রকাশিত,৩১,জুলাই,
সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাত দিনব্যাপী (৩০ জুলাই-০৫ আগস্ট) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক ও স্টেক হোল্ডারদের সাথে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মতবিনিময় করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অফিসারের কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে সভায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকসহ স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘মিঠা পানির মাছ উৎপাদনে চীনের পরেই বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে।
মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন পুকুর, জলাশয়ে মাছ উৎপাদন বৃদ্ধিতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় বিভিন্ন প্রজাতির ১৫ হাজার মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :