গলাচিপায় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু ১


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-৩১, ২:৩৮ অপরাহ্ন /
গলাচিপায় বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু ১
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৩১,জুলাই

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় ভবনের ছাদে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে সোবাহান প্যাদা (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কালিকাপুর হোসেনিয়া ফাজিল মাদরাসার দ্বিতীয় তলার ছাদে এ ঘটনা ঘটে।সোবাহান সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাটিভাঙ্গা গ্রামের রাজা প্যাদার ছেলে। জানা যায়, দুই সন্তানের বাবা সোবাহান প্যাদা দিনমজুর ছিলেন। কালিকাপুর হোসেনিয়া ফাজিল মাদরাসার ছাদে বর্ষায় ঘাস হয়। ওই ঘাস গরুর খাওয়ার জন্য কাটতে যান তিনি। ঘাস কাটা শেষে ওপরের দিকে মাথা উঠালেই তার ঘাড় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে। ওই মাদরাসার ছাত্ররা এ ঘটনা দেখে স্থানীয় লোকদের খবর দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা মৃত ঘোষণা করেন।
গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফেরদৌস আলম খান জানান, কালিকাপর এলাকায় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে এক লোকের মৃত্যু হয়েছে।