পটিয়ায় চেক প্রতারণার দুই মামলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-২৬, ১২:৫৬ পূর্বাহ্ন /
পটিয়ায়  চেক  প্রতারণার দুই  মামলায় সাজা প্রাপ্ত আসামী   গ্রেফতার।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৫,জুলাই

চট্টগ্রাম প্রতিনিধি:

-চট্টগ্রামের পটিয়ায় চেক প্রতারণা দুই মামলায় সাজা প্রাপ্ত আসামী মো: সেলিম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। সে পটিয়া পৌর সদরের ৩ নং ওয়ার্ডের গুয়াদন্ডী গ্রামের আমিনুর রহমান প্রকাশ টুনু মিস্ত্রির ছেলে
। জানা যায়, গোপন সংবদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর সদরের তালতলাচৌকি এলাকায় অভিযান চালিয়ে থানার উপ পরিদর্শক মোঃ বিলাল সহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।পরে তাকে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায় সে, দুটি চেক প্রতারণা মামলায় সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
জানা যায়, সে পৌর সদরের খোকন মিত্র থেকে
চেকের বিনিময়ে ৪ লাখ টাকা হওলাত নিয়ে দীর্ঘদিন যাবৎ তা পরিশোধে গড়িমসি করতে থাকে। এতে অপারগ হয়ে বাদী খোকন মিত্র পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৮৮১ নেগিভেশন এক্ট এর ১৩৮ ধারায় মামলা আনয়ন করলে তা পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে বিচারের জন্য বদলী হয়ে আসে। এতে বিজ্ঞ আদালত শুনানি শেষে দায়রা মামলা নং ১৩১৯/২০ এ গত ইং ৬ লক্ষ টাকা অর্থদন্ড ও তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে। অপর দায়রা মামলা
নং ২৮৪/২২ এ ৮ লক্ষ টাকা অর্থ দন্ড ও ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ নাজমুল হাসান চৌধুরী । গতকাল এ দুই চেক প্রতারণা মামলার আসামি মো: সেলিমের পক্ষে জামিন শুনানি করা হলে পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ শুনানী শেষে উভয় মামলায় অর্ধেক টাকা পরিশোধ সাপেক্ষে জামিন মন্জুর করেন বলে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতের সহকারী পিপি এস এম মহি উদ্দিন নিশ্চিত করেন।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২৫/০৭/২৪