পটিয়া উপজেলা জাতীয় পার্টি সংবাদ প্রসঙ্গে দ; জেলা জাপা’র নেতৃবৃন্দর বিবৃতি মিথ্যা পদবি ব্যাবহারের অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-২৬, ১২:৫২ পূর্বাহ্ন /
পটিয়া উপজেলা  জাতীয় পার্টি সংবাদ প্রসঙ্গে দ; জেলা জাপা’র নেতৃবৃন্দর বিবৃতি মিথ্যা পদবি ব্যাবহারের অভিযোগ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৫,জুলাই

সংবাদ দাতা পটিয়া:-

জাতীয় পার্টি পটিয়া উপজেলা কমিটি নিয়ে গত ১৭ জুলাই দৈনিক চট্টগ্রাম মঞ্চে দ্বিতীয় পাতায় তথাকথিত বিলুপ্ত উপজেলা কমিটি মিথ্যা দলের পদবি ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রশ্নবিদ্ব করার পায়তারা
চালাচ্ছে মর্মে অভিযোগ তুলে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক মোহাম্মদ নুরুচ্ছফা সরকার, সদস্য সচিব আবদুস সাত্তার রণী, বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক ব্যার্থতার কারণে গত দুই মাস আগে পটিয়া উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়। পরে পটিয়া উপজেলা জাতীয় পার্টি কর্মী সভা ডেকে সকলের সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ডাক্তার খোরশেদ আলম’কে আহবায়ক ও হাজী নুরুল ইসলাম’কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টি পটিয়া উপজেলা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গত ১৪ জুলাই জাপা’র প্রয়াত চেয়ারম্যান এরশাদের পঞ্চম মৃত্যু বার্ষিকী এবং জিরি ইউনিয়ন জাতীয় পার্টির কমিটির গঠন এবং কচুয়াই জাপার সন্মেলন প্রস্তুতি মতবিনিময় সভা এবং শামসুল আলম মাষ্টারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন সহ জাতীয় পার্টি নানান সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করে। এতে জাতীয় পার্টি উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী বিলুপ্ত কমিটির ফরিদ আহমদ চৌধুরী, এম হান্নান সহ গুটিকয়েক কর্মী নিয়ে সংগঠনের মিথ্যা পদবি ব্যাবহার করে দলের মধ্যে গ্রফিং ও দলের বিভাজন সষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এমন কি দলের উপজেলা কমিটির মিথ্যা পদ পদবি করে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক এমপি সিরাজুল ইসলাম চৌধুরী কূটকৌশল অবলম্বন জাতীয় পার্টিকে ক্ষতিসাধন দলের শৃঙ্খলা ভঙ্গ করছে। জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক জননেতা নুরুচ্ছফা সরকার ও সদস্য সচিব আবদুস সাত্তার রণী এসব সাংগঠনিক অপতৎপরতা বন্ধ করার আহবান জানান, অন্যাতাই জাতীয় পার্টর চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ পুর্বক
দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।এ বিষয়টি নিশ্চিত করেন পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খোরশেদ আলম,
সদস্য সচিব হাজী নুরুল ইসলাম।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম