গলাচিপায় কাঁচামরিচের কেজি ৫০০ টাকা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৬, ১:৩৮ অপরাহ্ন /
গলাচিপায় কাঁচামরিচের কেজি ৫০০ টাকা।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৬,জুলাই, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় ৫০০ টাকা কেজি ধরে কাঁচামরিচ বিক্রি হয়েছে মঙ্গলবার।
জানা গেছে, গলাচিপা পৌরসভার কাঁচাবাজারে যশোর থেকে আনা কাঁচামরিচ ৫০০ টাকা আর দেশীয় কাঁচামরিচ কেজি প্রতি ৪০০ টাকা দরে বিক্রি করছে ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মঙ্গলবার সকালে বাজারে যখন কাঁচামরিচের সরবরাহ কমে যায় তখন এক ব্যবসায়ী যশোর থেকে আনা কেজি কাঁচামরিচ ৫০০ এবং অন্যজন ব্যবসায়ী স্থানীয় কাঁচামরিচ ৪০০ টাকা হারে বিক্রি করছেন।এ ব্যাপারে কাটাখালী গ্রামের আ: জলিল জানান, মঙ্গলবার সকালে কাঁচাবাজারে ব্যবসায়ীদের হাতে যখন কাঁচামরিচ সরবরাহ কমে আসছে, তখন দুই-এক ব্যবসায়ীর হাতে কাঁচামরিচ থাকায় তারা দাম কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন। এমনও দেখা গেছে, মরিচ কিনতে আসা ক্রেতারা দাম বেশি হওয়ায় মরিচ না কিনে বাড়ি ফিরে গেছে এবং অনেকে সামান্য পরিমাণ কাঁচামরিচ কিনছে। ওই ব্যবসায়ী আরো জানান, বিকেলে কাঁচামরিচের সরবারহ বেশি হওয়ায় দাম কেজিপ্রতি ৩০০ টাকায় নেমে আসছে।