ঢাবি দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে ডব্লিউজির স্টাফ রিপোর্টার মারুফ সরকার আহত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৫, ১১:২৬ অপরাহ্ন /
ঢাবি দু’পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে ইটের আঘাতে ডব্লিউজির স্টাফ রিপোর্টার মারুফ সরকার  আহত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৫,জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার:

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে গতকাল মধ্যরাতে ঢাবিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন কোটা সংস্কারপন্থি আন্দোলনকারীরা।

আজ সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া–পাল্টা ধাওয়া হয়। এসময় দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এতে ওয়ার্ল্ড গ্লোবাল২৪ এর স্টাফ রিপোর্টার মারুফ সরকার গুরুতর ভাবে আহত হয়েছেন। এই মুহূর্তে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা যায়, আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইট–পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মুহূর্তেই ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।