কাঁঠাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১৫, ৪:৪৩ অপরাহ্ন /
কাঁঠাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৫,জুলাই, ২০২৪

টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

কাঁঠাল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ জুলাই) বিকাল গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ৬নং ওয়ার্ডে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ৪/৫ জন আহত হয়েছেন। এর মধ্যে হাফিজ উদ্দিন নামে এক জন গুরুতর আহত হয়ে আশঙ্খাজনক অবস্থায় শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।

আহতরা হলেন— মো: সালাম মিয়ার ছেলে হাফিজ উদ্দিন (৩০),জসিম উদ্দিন (২৫),সালাম মিয়া (৭৫) ও সালাম মিয়ার স্ত্রী,এবং রফিকুল মিয়ার স্ত্রী নাজমা বেগম আহত হয়েছেন। এদর মধ্যে হাফিজ উদ্দিন (৩০) এর অবস্থা আশংঙ্কাজনক। বাকীরা সবাই নীলা ফুলা জখম চিকিৎসা নিয়ে যার যার বাড়ি ফিরে গেছেন।

এবিষয়ে সালাম মিয়ার ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোক্তরা হলেন, শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ১। হৃদয় (২৪) পিতা— মৃত নাজিম উদ্দিন ২। আনারুল হক (২৮) ৩। নাঈম (২৬) ৪। নাছির (২৩) সর্ব পিতা— সাহিদ ৫। পারভেজ (২৬) পিতা— কামাল, অভিযোগ সুত্রে জানা যায়, জমিজমার বিষয়াদি নিয়া আমার ও আমার পরিবারের লোকজনের সাথে শত্রুতা পোষণ করিয়া আমাদেরকে হুমকি প্রদান করিয়া আসিতেছে। ইং— ১২/০৭/২০২৪ তারিখ বিকাল অনুমান ৫.০০ টার সময় আমাদের ভোগ দখলীয় জমিতে থাকা কাঁঠাল গাছ হইতে কাঁঠাল পাড়িয়া বাড়ীতে নিয়া আসি। উক্ত তারিখ সন্ধ্যা অনুমান ৬.০০ টার সময় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন দা, লাঠি, লোহার রড, হকিষ্টিক ইত্যাদি অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া আমাদের বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমাদের বাড়ী হইতে কাঁঠাল নিয়া যাওয়ার চেষ্টা করে । এ সময় আমার ভাই হাফিজ উদ্দিন (৩০) বিবাদীদের অন্যায় কাজে বাধা প্রদান করিলে উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগন আমার ভাইকে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এক পর্যায়ে ১নং বিবাদী আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা ধারালো দা দিয়া আমার ভাইয়ের মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপের আঘাত মাথার তালুতে লাগিয়া কাটা রক্তাক্ত গুরুত্বর জখম হয়। ২নং বিবাদী তাহার হাতে থাকা লোহার রড দিয়া আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে উক্ত আঘাত আমার ভাইয়ের ডান পায়ে হাটুর নিচে লাগিয়া হাড় ফাটা মারাত্নক জখম হয়। আমার ভাইকে রক্ষা করিতে আমি ও আমার পিতা মো: সালাম (৬৫) আগাইয়া গেলে ৩—৫ নং বিবাদী সহ অজ্ঞাতনামা বিবাদীগন আমাদেরকে মারধর করিয়া জখম করে। আমাদের ডাক চিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন আমাদেরকে সময় সুযোগে পাইলে খুন জখম করিবে ও আমাদের নামে মিথ্যা মামলা দিয়া জেল হাজত খাটাইবে বলিয়া হুমকি দিয়া দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায়। যাওয়ার সময় বিবাদীগন বাড়ীর পাশে থাকা ৫/৬টি কলা গাছ কাটিয়া অনুমান ১২০০/— টাকার ক্ষতি সাধন করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার ভাই হাফিজ উদ্দিনকে সিএনজি যোগে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আসিলে কর্তব্যরত ডাক্তার আমার ভাইয়ের জখমের চিকিৎসা সহ ভর্তি করেন । এর সঠিক বিচার চায় বলে জানান হাফিজ উদ্দিনের পরিবার। এবিষয়ে সরেজমিনে ঘটনাস্থলে গেলে রফিকুলের পরিবারের পক্ষ থেকে কেউই কথা বলতে রাজি হননি। এবিষয়ে রফিকুল মিয়াকে মোঠো ফোনে কল করলে তিনি বলেন, আমার স্ত্রী অসুস্থ ,আমি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, চরপাড়া, ময়মনসিংহ আছি,এখন কথা বলতে পারবনা। রফিকুলের কথার সুত্র ধরে ১৪ জুলাই দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, চরপাড়া, ময়মনসিংহ যোগাযোগ করতে গেলে রফিকুল তার মোবাইলটি বন্ধ করে রাখে,যার জন্য পপুলার ডায়াগনস্টিক সেন্টার, চরপাড়া, ময়মনসিংহগিয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এবিষয়ে কাওরাইদ ইউনিয়নের চয়ারম্যান আঃ আজিজ ও ৬নং ওয়ার্ড সদস্য আফার উদ্দিনকে বার বার তাদের মোবাইলে ফোন করলেও তারা ফোন কলটি রিসিপ করেননি,যার কারনে তাদের বক্তব্য নিউজে প্রকাশ করা সম্ভব হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান,দুই পক্ষের লোকে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের পেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা রহবে।
টি.আই সানি
শ্রীপুর গাজীপুর

১৫.০৭.২০২৪