প্রভাবশালী’ আবু জাফরের ভয়ে কেউ মুখ খোলে না।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১২, ১০:৫৯ অপরাহ্ন /
প্রভাবশালী’ আবু জাফরের ভয়ে কেউ মুখ খোলে না।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১২,জুলাই, ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামে। সেখানকার মানুষ তাঁকে পিএসসির প্রভাবশালী কর্মকর্তা বলেই জানত। সংবাদ সংগ্রহের জন্য তাঁর গ্রামে গেলে ভয়ে কেউ মুখ খুলতে চায়নি। সংবাদকর্মীদের দেখে যে যার মতো চলে যায়।

পিএসসির প্রশ্ন ফাঁসের সঙ্গে জাফরের জড়িত থাকার কথা এলাকার সবাই এখন জানে। যদিও গ্রামের বাড়িতে খুব একটা আসতেন না তিনি। তাই তাঁর সম্পর্কে এলাকাবাসী খুব বেশি কিছু জানে না। প্রশ্ন ফাঁসের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী অবাক হয়ে যায়। গতকাল গিয়ে জানা গেছে, জাফর গ্রামের বাড়িতে ৩৯ শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন। প্রায় দুই বছর আগে বাড়ির কাজ শুরু হলেও শেষ হয়নি। বাড়ির পাশে একটি হাফেজি মাদরাসা থাকলেও সেটি বন্ধ করে সেখানে নুরানি শিক্ষা দেওয়া হচ্ছে। অপরদিকে একই ইউনিয়নের কল্যাণকলস গ্রামে তাঁর শ্বশুরবাড়ি। সেই বাড়িও তালাবদ্ধ পাওয়া যায়। দুই শ্যালকের একজন ইতালিপ্রবাসী, অপরজন বরিশালে থাকেন। জাফর প্রভাবশালী হলেও এলাকার তেমন কাউকে চাকরি দেননি বলে দাবি এলাকাবাসীর। তবে আপন ভাইয়ের তিন ছেলেকে চাকরি দিয়েছেন। তিনজনের মধ্যে একজনকে রাজউকে, একজনকে সুপ্রিম কোর্টে এবং অপরজনকে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি দেন।
কলাগাছিয়া গ্রামের মো. বরকত খান বলেন, ‘আমরা তাঁকে ভদ্রলোক হিসেবেই জানতাম। তিনি এমন কাজের সঙ্গে যুক্ত তা আমরা জানতাম না। আমাদের ইউনিয়নে তাঁর বাবার বেশ সম্পত্তি ছিল। কিন্তু নদীভাঙনে শেষ হয়ে গেছে। ছোটবেলা থেকে আবু জাফর খুলনায় পড়াশোনা করেছেন। এখন ঢাকায় চাকরি করেন। আবু জাফরের বাবার নাম তোফাজ্জেল হোসেন মিয়া। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।’ জসিম সিকদার নামের এক গ্রামবাসী বলেন, ‘আড়াই-তিন বছর আগে ৩৯ শতাংশ জমির ওপর ভবনের কাজ শুরু করছে। এহোনো শ্যাষ করতে পারে নাই।’
ওই গ্রামের খালেক সিকদার বলেন, ‘হেরা ভাইরা মিল্লা একটা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা চালু করছিল। কিন্তু গত ঈদের এক সপ্তাহ আগে হেইয়া বন্ধ কইরা দেয়। এহন পাঁচ-সাতজন ছাত্র আছে, তারা নুরানি শিক্ষা নেয়। বাড়িতে তাঁর কোনো ঘর নাই। বাড়ি আসলে থাকেন তাঁর ভাই মাওলানা জাকির হোসেনের ঘরে।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তাঁর ঘর তালাবদ্ধ পাওয়া যায়। কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. মাইনুল সিকদার বলেন, ‘আবু জাফর এলাকায় খুব কম আসত। সে গ্রামে একটি বাড়ি নির্মাণ করছিল। আর তাদের আগের যেসব জমিজমা ছিল তা নদীতে ভেঙে গেছে।’