সুফি মিজান এর হাতে জিয়াউল হক মাইজভান্ডারী ( ক:) ট্রাস্টের চেক হস্তান্তর 


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-১০, ১০:০৮ অপরাহ্ন /
সুফি মিজান এর হাতে জিয়াউল হক মাইজভান্ডারী ( ক:) ট্রাস্টের চেক হস্তান্তর 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১০,জুলাই, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:-

শাহাদাত-এ-কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ্ব সুফি মিজানুর রহমান এর হাতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)  ট্রাস্টের কর্মকর্তা চেক তুলে  দেওয়া হয়েছে। মাইজভাণ্ডার দরবার শরিফ 

গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর  ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (দ.) দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী রাহবারে আলম হযরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মওলা হুজুর ) বাবাজান এর পক্ষে হতে 

শাহাদাত-এ-কারবালা মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির  চেয়ারম্যান আলহাজ্ব সূফি মিজানুর রহমান মহোদয়ের হাতে চেক তুলে দিলেন। এসময়  উপস্থিত ছিলেন ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন ‘এস জেড এইচ এম বৃত্তি তহবিল’ পরিচালনা পর্ষদ এর সভাপতি ড, প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব,যাকাত ওয়েল ফেয়ার ফান্ড’ পরিচালনা পর্ষদ এর সভাপতি লায়ন আলহাজ মোহাম্মদ দিদারুল আলম চৌধুরী,  

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের প্রশাসনিক সমন্বয়ক কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসাইন প্রমুখ। 

সেলিম চৌধুরী
 পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
১০/০৭/২৪