দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৯, ৬:৪২ অপরাহ্ন /
দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে অনুদানের চেক বিতরণ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৯,জুলাই, ২০২৪

নকলা প্রতিনিধিঃ

শেরপুরে  নকলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগসহ দূরারোগ্য ৬টি ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা বিভাগের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
দূরারোগ্য ব্যধিতে আক্রান্তদের মাঝে ৫০ হাজার করে ২৮জনকে ১৪ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সহায়তার চেক বিতরন করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন, জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান লাকী আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল মুনসুর আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন,  প্রমুখ উপস্থিত ছিলেন।