গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত ব্যক্তির পরিচয় মেলেনি পুলিশের হেফাজতে পৌর কবরস্থানে দাফন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৮, ৬:৩৯ অপরাহ্ন /
গোপালগঞ্জ সদর হাসপাতালে মৃত ব্যক্তির পরিচয় মেলেনি পুলিশের হেফাজতে পৌর কবরস্থানে দাফন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৮,জুলাই,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলার সদর হাসপাতালে অজ্ঞতনামা এক পুরুষ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে। লাশটির কোন ঠিকানা বা পরিচয় না পাওয়ায় অজ্ঞতনামা লাশ হিসাবে গোপালগঞ্জ সদর হাসপাতাল কতৃপক্ষ লাশটি গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে সপর্দ করেন।

গোপালগঞ্জ সদর থানার এস,আই সামিউল ইসলাম অজ্ঞতনামা লাশটি বিধি মোতাবেক সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্ত শেষে লাশ মর্গে প্রেরণ করেন। লাশ অজ্ঞাত হওয়ায় ময়না তদন্ত শেষে বিধি মোতাবেক পৌর কবস্থানে দাফনের ব্যবস্থা করেন।

পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা লাশের বিষয়ে খোঁজ খবর নিয়ে কোন সন্ধান না পাওয়ায় এস,আই সামিউল বাদি হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করে একটি মামলা রুজু হয়, মামলা নং- গোপালগঞ্জ সদর থানার মামলা নং-১২/২৮০, তারিখ-০৬/০৭/২০২৪ খ্রিঃ ধারা-২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫।
অজ্ঞাতনামা মৃত ব্যক্তির গায়ের রং-কালো, উচ্চতা-৫ ফুট ৫ ইঞ্চি, মুখ মন্ডল-লম্বা, গায়ে হাফ হাতা গেঞ্জি ও পড়নে কালো ফুল প্যান্ট পরিহিত ছিল মুখে কাঁচা পাকা খোচা খোচা দাড়ি।

উপরোক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাইতেছে যে, সূত্রে বির্ণত মামলার বাদী এসআই (নিঃ) মোঃ সামিউল ইসলাম (বিপি ৯২১৯২২৪২৯৬) গোপালগঞ্জ সদর থানার সাধারন ডায়রী নং-২৫০ মূলে