গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৮, ৬:২৪ অপরাহ্ন /
গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৮,জুলাই, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় তিন দিনব্যাপী (৮-১০ জুলাই) কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে মেলার উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। উদ্বোধনের পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা থানার ওসি তদন্ত মো. একরামুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।