পটিয়ায় শাপলা কুঁড়ির আসরের  সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন  করলেন মেয়র আইয়ুব বাবুল।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৬, ১২:২৪ অপরাহ্ন /
পটিয়ায় শাপলা কুঁড়ির আসরের   সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন   করলেন মেয়র আইয়ুব বাবুল।
Print News || Dailydeshsomoy

পকাশিত,০৬,জুলাই, ২০২৪

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলা ও পৌরসভায় (জাতীয় শিশু কিশোর সংগঠন)  শাপলা কুঁড়ির আসরের সদস্য সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন করলেন পটিয়া পৌরসভার মেয়র চট্টগ্রাম দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব বাবুল।

গতকাল শুক্রবার সকালে আবদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে এক সভা সংগঠনের দক্ষিণ জেলা সহ সভাপতি  কামরুল হাসান বাবুর সভাপতিত্বে ও অধ্যাপক এস এম রওশনগির আমিরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান বক্তা ছিলেন   দক্ষিণ জেলা শাপলা কুঁড়ির আসরের সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন কচির। 

বক্তব্য রাখেন জেলা শাপলা কুঁড়ির আসরের সহ সভাপতি মন্জুর করিম চৌধুরী,পটিয়া উপজেলা সভাপতি আবদুল করিম,জসিম উদ্দিন, বিশিষ্ট সংগঠক আলমগীর আলম, সৈয়দ মিয়া হাসান, মীর এরশাদ, আবু সাঈদ তালুকদার খোকন, মোরশেদুল আলম,  ছালে নুর শেলু আরিফ মহিউদ্দিন প্রমুখ।

এতে পটিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব আইয়ুব বাবুল বলেন শিশুদের মানবিক মানুষ হিসাবে তৈরী করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তাদের আলোকিত মানুষ হিসাবে তৈরী করতে পারলেই আমাদের সফলতা তায় সকলকে শিশুদের প্রতিভা বিকাশে এগিয়ে আসার আহবান জানাই।এবং মাস ব্যাপী সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 
০৫/০৭/২৪