প্রকাশিত সংবাদের প্রতিবাদ


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৫, ৪:৫৮ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৫,জুলাই, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

গত ০৩ জুলাই ২০২৪ ইং তারিখে দৈনিক সকালের সময় জাতীয় প্রত্রিকা সহ বেশ কয়েকটি ভুঁইফোর অনলাইন পত্রিকায় “”নাচোলে পূর্ব শত্রুতার জেরে আমন ধানের বীজতলা নষ্টের অভিযোগ”” শিরোনামে সংবাদ প্রকাশিত হয় সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্য প্রতিবেদককে ভুল বুঝিয়ে এই মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীতভাবে সংবাদটি প্রকাশ করিয়েছেন। ফলে আমার সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন হয়েছে। এই মিথ্যা সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ প্রকাশের পর সরেজমিনে গিয়ে দেখা যায় বীজতলার চারা সবকিছু ঠিকঠাক আছে একটি চারও নষ্ট হয়নি। এ ছাড়াও ভূমি দস্যু আসাদুজ্জামান সুমনকে আমি চিনিনা এই জমির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই এবং আমি এই জমির মালিকও নই।
না জেনে শুনে ভূমিদস্যু কথিত এই জমির মালিক আসাদুজ্জামান সুমন উদ্দেশ্য প্রণীত ও ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সাজানো এই নাটকটি করেছেন। প্রতিবেদককে দিয়ে মিথ্যা সংবাদ সূত্রে পাওয়া গেছে নষ্ট কৃত বীজ তোলার চারা দিয়ে ২০ বিঘা জমিতে ধান রোপণ করবে কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সুমন দুই(২ )একর অর্থাৎ ৬ বিঘা জমি দাবি করেন কিন্তু কাগজ ও দলিল সূত্রে চার বিঘা জমির খতিয়ান অনুযায়ী ১২ দাগে ভোগ দখল করার কথা থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলী ও ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর পূর্বক ভাবে দুই (২) দাগে জমি দখল করে চাষাবাদ করেন। ২০ বিঘা জমির প্রকৃত মালিক হেলিনা বেগমসহ তার আত্মীয়-স্বজন। নিজেকে ভূমিদস্যুর হাত থেকে বাঁচানোর জন্য এমন মিথ্যা নিউজ করিয়েছেন।

নিউজে উল্লেখিত ” চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ২ বিঘা আমন ধানের জমির বীজতলার চারা নষ্ট করে দেওয়া সহ নানা অভিযোগ উঠেছে রেজাউল এবং হাবিবুর রহমানের বিরুদ্ধে। উপজেলার নেজামপুর ইউনিয়নে ৩৪৩,৩৪৪,৩৪৫, এবং ৩৪৬ নং দাগের ৭ নং খতিয়ানে অবস্থিত রাওতাড়া মৌজার হাল দাগে মোট ২ একর জমি‌।গত সোমবার ১ জুলাই দুপুরে হঠাৎ করে সদর উপজেলার নয়াগোলা ঘাটপাড়া গ্রামের নুরুল হোদার ছেলে রেজাউল এবং টাকাহারা গ্রামের হাবিবুর রহমান তাদের ভাড়াটিয়া লোকজন দিয়ে জমির আমন ধানের বীজতলা চারার জমির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেয়। এ বিষয়ে অভিযুক্ত রেজাউলকে ফোন দিলে ভুল নম্বরে ফোন দিয়েছেন বলে সংযোগ কেটে দেন ।

কথা গুলো সম্পূর্ণ মিথ্যা আমাকে এই ব্যাপারে কেউ ফোন করেননি যা কখনোই সত্য নহে। অতএব, আমি এই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদের আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আগামি ৭ দিনের মধ্যে মিথ্যা সংবাদ প্রকাশের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে কর্তৃপক্ষকে বিবৃতি প্রকাশের অনুরোধ করছি, অন্যথায় আমি আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।

মোঃ রেজাউল হুদা
গ্রাম: নয়াগোলা
সদর চাঁপাইনবাবগঞ্জ