প্রাকাশিত,০৫,জুলাই, ২০২৪
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী ,প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজার সংলগ্ন রাবনাবাদ নদী ভাঙ্গন রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছরই বর্ষা মৌসুমে ও প্রাকৃতিক দূর্যোগে গলাচিপা উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়।
২০২৩-২৪ অর্থ বছরের পানি উন্নয়ন বোর্ডের ১কোটি ৭২ লাখ টাকা বরাদ্দে ২৫০ মিটার বেড়িবাঁধের কাজ শুরু হয় ২০২৩ সালে। কাজ শুরু হলেও প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল ও প্রয়োজনীয় পর্যাপ্ত জায়গা না থাকায়, ভাঙ্গনের পার্শ্ববর্তী জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ায় ঠিকাদারের কাজ করতে সংকট সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার,ও স্থানীয় জমির মালিকদের নিয়ে সমন্বয় করায় ও বরাদ্দ পাওয়ায় পূণরায় কাজটি শুরু হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যেই বেড়িবাঁধের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোঃ আল আমিন।
আপনার মতামত লিখুন :