ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় শেরপুরে নকলায় ০৯ জন ভিক্ষুককে পুনর্বাসন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৭-০৩, ৫:৪৮ অপরাহ্ন /
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় শেরপুরে নকলায় ০৯ জন ভিক্ষুককে পুনর্বাসন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,০৩,জুলাই, ২০২৪

শেরপুর নকলা প্রতিনিধি :মিন্টু খন্দকার

৩ জুলাই বুধবার সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ০৯ জন ভিক্ষুকের মাঝে মুদি দোকানের মালামালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

ভিক্ষুকদের মাঝে দোকান ঘর এবং মালামাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নকলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মুনসুর, শেরপুর জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন,নকলা উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হামজা কনক, মহিলা ভাইস চেয়ারম্যান লাকি আক্তার, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি গন উপস্থিত ছিলেন

জেলা পরিষদের সদস্য সানোয়ার হোসেন বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কাজ করতে ইচ্ছুক তাদের মুদি দোকান এবং মুদিমাল এবং অন্যান্য সামগ্রীসহ কিনে দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন।