পটিয়ার শোভনদন্ডীতে তুচ্ছ ঘটনার    জের প্রতিপক্ষের হামলায় আহত -৩


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-৩০, ৭:০৭ অপরাহ্ন /
পটিয়ার শোভনদন্ডীতে তুচ্ছ ঘটনার     জের প্রতিপক্ষের হামলায় আহত -৩
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,৩০,জুন, ২০২৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ৯ নং ওয়ার্ড কুরাংগিরি গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে প্রতি পক্ষের হামলায় শিশু সহ ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ঘটনাটি ঘটেছে গত ৮ জুন  দুপুর ১ টায় সুইস গেইট এলাকায়। এ ঘটনায় আহতরা হলেন,মরিয়ম বেগম (৩৫) তার মেয়ে মারুয়া সুলতানা (১৫), ছেলে সাইফুল ইসলাম (১২)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ। পরে এ ঘটনায় আহত মরিয়ম বেগম বাদী হয়ে একই এলাকার নাসির উদ্দীন, কোহিনুর আক্তার, বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানা যায়, বিবাদীর সাথে পুর্ব থেকে পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে একাধিকবার 

ঝগড়া বিবাদ হয়।এর জের ধরে গত ৮ জুন বিবাদীগন বাচ্চাদের খেলাকে কেন্দ্র করে 

 মরিয়ম বেগমকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর কারণ জানতে চাইলে বিবাদীগণ মরিয়ম বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। মরিয়ম বেগম এর শোর চিৎকার শুনে তার ছেলে – মেয়ে এগিয়ে আসলে প্রতিপক্ষ বিবাদীগন তাদেরকে মারধর করে এবং মরিয়ম বেগম এর বসতঘরের দরজা ভাংচুর করেন বলে অভিযোগ সুএে প্রকাশ। 

এছাড়াও বিবাদীগন বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনার বিষয়ে 

পটিয়া থানায় অভিযোগ দায়ে হয়েছে বিষয়টি এস আই  রতন তদন্ত করে   আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মরিয়ম বেগম এর স্বামী শহিদুল ইসলাম জানান, বিবাদীগন খারাপ প্রকৃতির লোক আইন কানুন কিছুই মানতে চাই না আমি ন্যায় বিচার চাই এবং পুলিশ ও স্থানীয় এমপি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী হস্তক্ষেপ কামনা করছি। 

সেলিম চৌধুরী
 পটিয়া চট্টগ্রাম 
২৯/০৬/২৪