পটিয়ার ওখন্যারায় তৈয়্যব শাহ্ ( র:) এর ৩২তম সালানা ওডশ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৯, ১০:১৪ অপরাহ্ন /
পটিয়ার ওখন্যারায় তৈয়্যব শাহ্ ( র:) এর ৩২তম সালানা ওডশ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৯,জুন, ২০২৪

পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

গতকাল (২৮/০৬/২০২৪) শুক্রবার পটিয়াস্হ বড়লিয়া ইউনিয়নের ওকন্যারায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.)-র ৩২তম সালানা ওরশ মোবারক হযরত সৈয়্যদ খাঁন (র.) মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ওকন্যারা তৈয়্যবিয়া ছৈয়্যদিয়া খাঁন বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এস আলম সিমেন্টের ডিজিএম (মার্কেটিং) জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম শুলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম দিদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহিনুল ইসলাম সানু। প্রধান ওয়ায়েজীন হিসেবে উপস্থিত ছিলেন ওকন্যারা তৈয়্যবিয়া ছৈয়্যদিয়া খাঁন বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ইকরামুল হক্ব আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার ছৈয়্যদ মুর্শেদ উল্লাহ, পটিয়া উপজেলা আওয়ামীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ওকন্যারা তৈয়্যবিয়া ছৈয়্যদিয়া খাঁন বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মুহাম্মদ আলী আকবর খান, গণি সওদাগর, মুহাম্মদ কায়ছার হামিদ খান, জয়নাল আবেদীন খান খোকন, আরিফুর রহমান খান আরিফ, মুর্শেদুল আলম খান, নুরুল আবছার  সভাপতি, তাজুল ইসলাম খান, হুসাইন খান মানিক, শেখ মুফিজ আহমদ, খান সাকিব, মুহাম্মদ রুবেল খান, সেলিম উদ্দিন, মুহাম্মদ খুরশেদ আলম খান প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ ইসমাইল খান আজাদ।

সেলিম চৌধুরী
পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম

২৯/০৬/২৪ ইং