ত্রিশাল পৌরসভায় বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৯, ১০:১১ অপরাহ্ন /
ত্রিশাল পৌরসভায় বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৯,জুন, ২০২৪

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) সকালে পৌর সম্মেলন কক্ষে প্রস্তাবিত বাজেটে ৭৮ কোটি ১০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা করেন ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম।বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৭২৬ টাকা ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ৯০ হাজার এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৫০ লাখ টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা নওশীন আহমেদ এর সঞ্চালনায় প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীর, প্যানেল মেয়র মানিক ছাইফুল, প্যানেল মেয়র আজহারুল ইসলাম,কাউন্সিলর উসমান গনি কুসুম, কাউন্সিলর আলমগীর কবীর, কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন,কাউন্সিলর আনিছুজ্জামান বাবুল,মহিলা কাউন্সিলর,ফাতেমা আক্তার, শাহনাজ পারভীন, বিউটি আক্তার রানু, উপ- সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী সানাউল্লাহসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের বাজেট আলোচনায় উপস্থিত সবাই এ জনকল্যাণময় বাজেট নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।