গলাচিপায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিন্ম শ্রদ্ধা.


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২৪, ১:৫৩ অপরাহ্ন /
গলাচিপায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিন্ম শ্রদ্ধা.
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২৪,জুন, ২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ আ’লীগের প্লাটিনাম জয়ন্তী ১৯৪৯ থেকে ২০২৪ দীর্ঘ ৭৫ বছর পরাধীন থেকে স্বাধীনতা অর্জন, লড়াই, সংগ্রাম, উন্নয়ন, অগ্রগতির গৌরবময় দলের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা আ’লীগ ও সকল অঙ্গ সংগঠন ২৩ জুন/২০২৪ প্রভাতে দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন সহ দলের প্রয়াত সকল নেতা কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে দলের নেতাকর্মী সমর্থকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সদস্য জননেতা এস.এম. শাহজাদা (এমপি)। দলের জন্মদিনে সার্বিকভাবে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মু. মুজিবুর রহমান, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সামসুজ্জামান লিকন, জেলা পরিষদ সদস্য মো. মাঈনুল ইসলাম রনো, আ’লীগের সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগ নেতা মোফাজ্জেল হোসেন মাসুদ, আ’লীগ নেতা মো. আলমগীর হোসেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদ আহসান কচিন, সহ-দপ্তর সম্পাদক মো. শাহিন, আ’লীগ নেতা বাবু দিলীপ কুমার বনিক সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মাননীয় সংসদ সদস্য জননেতা এস.এম. শাহজাদা (এমপি) দলের ঐক্য বজায় রাখা সহ দেশের মানুষের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করার আহবান জানান। এছাড়া উপজেলা আ’লীগ সভাপতি অধ্যপক সন্তোষ কুমার দে, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে পতাকা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।