সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সভাপতির জন্মদিনে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২২, ১১:০৬ অপরাহ্ন /
সুন্দরগঞ্জে আওয়ামী লীগের সভাপতির জন্মদিনে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের শুভেচ্ছা
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২২,জুন, ২০২৪

হারুন অর রশিদ
গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর ৭১ তম জন্মদিন উদযাপিত হয়েছে।

শনিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জন্মদিন উপলক্ষে সহযোগী সংগঠনের আয়োজনে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাদের অফুরন্ত ভালবাসায় সিক্ত হোন মিসেস আফরুজা বারী।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান আজিজ সরদার মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রেজাউল আলম সরকার রেজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল, উপজেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইউনুস আলী সরকার, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান সরকার মিলন, শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল, সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু তাহের, যুবলীগ নেতা সোহানুর রহমান আযম, লিটন মিয়া, আব্দুল মোন্নাফ সরকার টুটুল, ছাত্রলীগ নেতা রতন মিয়া, মশিউর রহমান, ইউপি সদস্য মামুনুর রশিদ মামুন, মাসুদ রানা প্রমূখ।

এদিকে, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারীর জন্মদিনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির কার্য নির্বাহী সদস্য রুহুল আমিন সাইফুল ফুলেল শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, ১৯৫৩ সালের ২২ জুন মিসেস আফরুজা বারী সর্বানন্দ ইউনিয়নের মাষ্টার পাড়া গ্রামের স্কুল শিক্ষক মরহুম আশরাফ আলী ও মরহুম আলতাফুন্নেছা দম্পতির ১ম কন্যা সন্তান হিসেবে জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি বিশ্ব মানের জাহাজ কোম্পানি আনন্দ গ্রুপের স্বত্বাধিকারী।