গোপালগঞ্জের মুকসুদপুরে  বাসের চাপায় এক ভ্যান চালক নিহত। 


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৬-২২, ৭:৪৫ অপরাহ্ন /
গোপালগঞ্জের মুকসুদপুরে  বাসের চাপায় এক ভ্যান চালক নিহত। 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২২,জুন, ২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জঃ

 শনিবার (২২জুন) সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ইমাদ পরিবহনের একটি বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছে। 

সকাল ৮ টা ৩০ মিনিটে ঢাকা- খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস রিপন শেখ (৩৮) নামে এক ভ্যান চালককে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা রিপন শেখকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত রিপন শেখ মুকসুদপুর উপজেলার ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।