প্রকাশিত,২২,জুন, ২০২৪
রাকিবুল হাসান(রকি)
শিবচর,মাদারীপুর
বরগুনার আমতলীতে কনের পক্ষ থেকে বৌ-ভাতের অনুষ্ঠানে আমতলী যাওয়ার পথে আমতলীর হলদিয়ার হাট ব্রীজ ভেঙ্গে একই এলাকার ৭ জন সহ ৯ জন নিহত হয়েছেন।
আজ শনিবার বেলা দেড়টার সময়ে উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে আমতলী পৌর শহরের ৩নং ওয়ার্ডে বৌ-ভাতের অনুষ্ঠানে সেখানে কনের পক্ষ থেকে অনুষ্ঠানে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নয়জনের মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলার সাত জন,
নিহতরা হলেন রুবিয়া (৪৫), রাইতি খান (২২), ফাতেমা (৩৫), তাহিয়াত মেজবিন (৭), ফরিদা বেগম (৪৮), শাহনাজ আক্তার (৩৭), তাসফিয়া মুবাসসেরা (১২), নিহতদের অপর দু’জন হলেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তা বুনিয়া গ্রামের জাকিয়া (৩৫) ও রুকাইদ ইসলাম (৪/৫)। দুর্ঘটনায় আহত দুই নারীর অবস্থা আশংকাজনক।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক বলেন, নিহতরা সকলেই হাসপাতালে আসার পুর্বে মৃত্যু বরন করেন।
আপনার মতামত লিখুন :