পটিয়ায় বসতঘরে অগ্নিসংযোগ  মহিলা সহ ৪ জন আহত হওয়ার অভিযোগ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-২০, ১০:৩৩ অপরাহ্ন /
পটিয়ায় বসতঘরে অগ্নিসংযোগ  মহিলা  সহ ৪ জন আহত হওয়ার অভিযোগ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,২০,জুন, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:-

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে এনামুল হক মাঝির বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১৫ জুন বিকাল সাড়ে ৪ টায়। আহতরা হলেন, মৃত সরু মিয়ার স্ত্রী  সাজিয়া বেগম (৫৭) তার দুই পুএবধু জান্নাতুল ফেরদৌস (২২), মেহেরুন্নেসা ২০), তার ছেলে রুবেল (২৬), আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য প্রেরণ করে। পরে এ ঘটনায় বৃদ্ধ মহিলা সাজিয়া বেগম বাদী হয়ে পটিয়া থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরোও ৮/১০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করে। বিবাদীরা হলেন,সাইফুল জামান সিয়াম,আল ফাহিম,মোহাম্মদ সৈয়দ, আনোয়ারা বেগম,মোহাম্মদ রিপন পটিয়া থানার ডায়েরিকৃত অভিযোগ সুএে জানা যায়,বৃদ্ধ সাজিয়া বেগমের নিকটাত্মীয় নাতিনজামাই নাতি এবং মেয়ে ও মেয়ের স্বামীর সাথে দীর্ঘদিনযাবত  বাড়ির বসতভিটা  নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত বিষয়ে পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা চলমান রয়েছে।উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ ই জুন বিকাল সাড়ে ৪টায় বিবাদীগন পূর্বপরিকল্পিতভাবে বেআইনী জনতা গঠন করে দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে হামলা ভাঙচুর এলোপাতাড়ি মারদর নগদ টাকাসহ লুটপাট তান্ডব অগ্নি সংযোগ করেন বলে সাজিয়া বেগমের অভিযোগ সুএে জানা যায়। ওইদিন সাজিয়া বেগম জরুরি সেবা ৯৯৯ এ ফোন করিলে পটিয়া থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শনে যান ।  এ বিষয়ে বৃদ্ধ সাজিয়া বেগম তার উপরপ  হামলা, বসতগৃহভাঙচুর, অগ্নি সংযোগ নগদটাকা লুটপাটের ঘটনাটি পটিয়া থানার পুলিশসহ উর্ধতন পুলিশ প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। ঘটনাটি পটিয়া থানার এসআই নুর মোহাম্মদ তদন্ত করছেন বলে বিষয়টি নিশ্চিত করেন ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য। 

সেলিম চৌধুরী 
পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম 
২০/০৬/২৪