বঙ্গবন্ধুর সমাধিতে অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের শ্রদ্ধা ও গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-২০, ৪:৫৩ অপরাহ্ন /
বঙ্গবন্ধুর সমাধিতে অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের শ্রদ্ধা ও গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং
Print News || Dailydeshsomoy

পকাশিত,২০,জুন, ২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ ঃ

২০ জুন, ২০২৪ রোজ বৃহস্পতিবার সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চেয়ারম্যান, কিডনি রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ও তার সফর সঙ্গী চিকিৎসক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ৭৫এর বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরে তার ১০টায় গোপালগঞ্জের উন্নয়নের রূপকার গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত এম,পি, জননেতা শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের বিশেষ উদ্যোগে গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করেন।ক্যাম্পিং এর সার্বিক ব্যবস্থাপনা ছিলেন অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম চেয়ারম্যান, কিডনি রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ও ডা. নেওয়াজ মোহাম্মাদ পরিচালক শেখ সায়েরা খাতুন মেডিক্যালের গোপালগঞ্জ
তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ড. মো. বায়োজিদ হোসাইন (নেফ্রোলজি), ডা. মো. নজরুল ইসলাম, ডা. দেবব্রত ঘোষ, ডা. আব্দুর রহমান, ডা. নাসিদ হেসেন ভুঁইয়া, ডা. ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ মাহাবুব আলী খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গোপালগঞ্জের সফল মেয়র কাজী লিয়াকত হোসেন (লেকু), সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও সহ সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা সাজ্জাদ খান, কাবুল শেখ, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাউজ শেখ সহ গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের অন্যন্যা নেতৃবৃন্দরা।
গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর মাধ্যমে গোপালগঞ্জের গরীব, অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা, ফ্রি রোগ নির্ণয় পরীক্ষাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।