নকলায় বালি চাপায় কৃষকের মৃত্যু


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-১৯, ৪:২৭ অপরাহ্ন /
নকলায় বালি চাপায় কৃষকের মৃত্যু
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯,জুন, ২০২৪

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলায় বালির নিচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সকাল সারে ৮টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বাছুর আলগার দড়িপাড়া গ্রামের চান মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় আব্দুল হালিম গোয়াল ঘরের জন্য বালি আনতে মৃগী নদীর পাড়ে যায়। নদীতে নেমে পাড়ের নিচ থেকে গর্ত করে বালি সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধ্বসে আব্দুল হালিমের উপর পড়ে। হালিম বালির নিচ থেকে আর উঠতে পারিনি। সারারাত আর বাড়ি ফিরেনি হালিম। পরিবারের লোকজন মঙ্গলবার রাত থেকে অনেক খোজাখুজি করে। আজ বুধবার সকালে মৃগী নদীর পাড়ে গিয়ে বালির নিচে কে জানি পড়ে আছে। তারপর বালি সরিয়ে দেখে আব্দুল হালিমের মরদেহ।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম বলেন, নকলার চন্দ্রকোনার মৃগী নদীর পাড়ের বালির নিচ থেকে আব্দুল হালিম নামের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। বিষয়টি সাথে সাথে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।