গোপালগঞ্জে  পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-১৬, ১:৫৪ অপরাহ্ন /
গোপালগঞ্জে  পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।
Print News || Dailydeshsomoy

গোপালগঞ্জে  পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ 

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গোপালগঞ্জ জেলা ১০হাজার মুসল্লীর ধারনক্ষমতা সম্পন্ন ঈদগা মাঠটিকে সামিয়ানা টাঙিয়ে ছায়াচ্ছন্ন করেছে। ছায়াশীতল এই ময়দানে আগামীকাল সোমবার(১৭জুন) সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহা প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টায় থানাপাড়া জামে মসজিদে এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এস,কে আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকুলে থাকলে সকাল সাড়ে ৭ টায় স্থানীয় কোর্ট মসজিদে অনুষ্ঠিত হবে।প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান।প্রধান জামাত অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে পৌর কর্তৃপক্ষ।প্রধান জামাত যেখানে অনুষ্ঠিত হবে সেখানকার আশপাশ এলাকা নানা রংয়ের পতাকা ও লাইট দিয়ে সুসজ্জিত করায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন।