গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার ক্যাশিয়ার জনাব হাবিবুর রহমান সাহেব (হাবিব মাস্টার)আর নেই।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৯, ১২:৩৬ পূর্বাহ্ন /
গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার ক্যাশিয়ার জনাব হাবিবুর রহমান সাহেব (হাবিব মাস্টার)আর নেই।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৮,জুন,২০২৪

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার ক্যাশিয়ার জনাব হাবিবুর রহমান সাহেব (হাবিব মাস্টার) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতের ইন্তেকালে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, আল্লামা মুফতি রুহুল আমিন ছাহেব দা: বা: ও নায়েবে মুহতামিম মুফতি উসামা আমিন ছাহেব দা: বা: গভীর শোক প্রকাশ করেছেন।
জানাযার নামাজ সকাল ৯টায় গওহরডাঙ্গা মাদরাসায় আদায় করা হবে
আল্লাহ রব্বুল আলামীন মরহুমকে মাফ করে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল আতা ফরমান।