রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৯, ১২:২৭ পূর্বাহ্ন /
রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৮,জুন,২০২৪

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

সম্প্রতি আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে। সিডর ও আইলা’র পর উপকূলের মানুষ দেখেছে রিমালের তাণ্ডব।
আগে থেকে প্রচণ্ডতা বুঝা না গেলেও সিডর ও আইলা’র চেয়েও রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেক গুণ বেশি। হাজার হাজার মানুষ এখন গৃহহীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে নদী পথে ট্রলার যোগে রিমালে ক্ষতিগ্রস্তের ক্ষতি সচক্ষে দেখলেন আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যেমের বদৌলতে প্রায় ষাট হাজার বন্ধু যুক্ত আছেন একটি ফাউন্ডেশনে আমরাই কিংবদন্তী।
এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের আমরাই কিংবদন্তী ফাউন্ডেশনের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে দুর্যোগের এই ভয়াবহ সময়ে প্রতিবারের ন্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নে মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে এ মতাদর্শে অসহায় মানুষের পাশে দাড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে সকাল ১১ টায় হাজির হয়েছেন। প্রায় ৫০০শত হতদরিদ্র পরিবারের হাতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবন ও তেল তুলে দেন।