সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ সভা


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৯, ১২:২৩ পূর্বাহ্ন /
সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ সভা
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৮,জুন,২০২৪

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ প্রতিনিধি সমকালের সাংবাদিক মাসুদ উল হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা করেছেন দেওয়ানগঞ্জে কর্মরত সাংবাদিকরা।

৮ জুন শনিবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মদন মোহন ঘোষ, সমকালের সাংবাদিক এম এ রাজ্জাক মিকা, ভোরের কাগজ সাংবাদিক বিল্লাল হোসেন মন্ডল, কালের কন্ঠের সাংবাদিক তারেক মাহমুদ, আজকের পত্রিকা সাংবাদিক মহসিন রেজা রুমেল,এস টিভি সাংবাদিক ফারক,আমার সময় সাংবাদিক দেলোয়ার হোসেন প্রমূখ।

জানা গেছে, গত শুক্রবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসস্ট্যান্ড অফিস থেকে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাসুদ উল হাসান। রাসেল আমিন মার্কেটের সামনে পৌঁছালে বকশীগঞ্জ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি ও তার স্বামী আতিক মিয়াসহ একাধিক ব্যক্তি মোটরসাইকেলের গতি রোধ করে মাসুদের ওপর অতর্কিত হামলা চালান। তাদের সঙ্গে স্মৃতির বাবা মজিবর মিয়া ও ভাই সজলসহ অজ্ঞাতনামা ভাড়াটে আরও ৪-৫ জন। তারা মাসুদকে মোটরসাইকেল থেকে ফেলে পিটিয়ে গুরুতর জখম করে। এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আতিকের হাতে থাকা ধারাল চাকু দিয়ে মাসুদের হাতে ও পিঠে আঘাত করে। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এঘটনায় আহত সাংবাদিক মাসুদ উল হাসান বকশীগঞ্জ থানায় মামলা করেছেন। হামলা ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সাংবাদিকরা।