কাপাসিয়ার জনতার বন্ধু ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৮, ৫:৩০ অপরাহ্ন /
কাপাসিয়ার জনতার বন্ধু ফাউন্ডেশন এর মাসিক সভা অনুষ্ঠিত।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৮,জুন, ২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কির্ত্তুনিয়া গ্রামে জনতার বন্ধু ফাউন্ডেশন এর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

জনতার বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব, শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব, মাহফুজ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনতার বন্ধু ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কোষাদক্ষ রিজভী আহমেদ, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, তথ্য প্রযুক্তি সম্পাদক ইনরান মিয়া, সহ ক্রীড়া ও প্রচার সম্পাদক ইউসুফ আলী স্বাধীন। এ-সময় আরো উপস্থিত ছিলেন জনতার বন্ধু এর শুভাকাঙ্ক্ষী, রাকিব,বিজয়,আশরাফুল, সুজন,উলিউল্লাহ ও সংগঠন এর অন্যান্য সদস্যবৃন্দ।

জনতার বন্ধু ফাউন্ডেশন এর সভাপতি তাহার বক্তব্যে বলেন, আমাদের সংগঠন বছর ব্যাপী সমাজের উন্নয়ন এর জন্য নানা রকম সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ২৫ নভেম্বর ২০২৪ জনতার বন্ধু এর ৫ বছর পূর্তী উপলক্ষে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি যা সকলের সহযোগিতায় বাস্তবায়ন করা হবে। এবং তিনি উপস্থিত সকলকে অবগত করেন যে, বর্তমান যুব সমাজ কে মাদক থেকে বিরত রাখার জন্য খেলা-ধূলার আয়োজন করা খুব বেশি প্রয়োজন। তাই যদি কোন স্কুল,মাদরাসা,বা পাড়া মহল্লার কোমলমতি শিশুদের খেলাধূলার উপকরণ এর প্রয়োজন হয় তাহলে সংগঠন এর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। এবং ঈদুল আজহা উপলক্ষে বেশ কিছু পরিবার এর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হবে বলে সকলকে অবগত করেন। পরিশেষে তিনি উপস্থিত জনতার বন্ধু ফাউন্ডেশন এর কমিটি,সদস্য,ও শুভাকাঙ্ক্ষীদের কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।