পিকআপের ধাক্কায় নছিমন ড্রাইভার এর মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৭, ৪:৪০ অপরাহ্ন /
পিকআপের ধাক্কায় নছিমন ড্রাইভার এর মৃত্যু।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৭,জুন, ২০২৪

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পিকআপের ধাক্কায় নছিমন ড্রাইভার এর মৃত্যু।
সৈয়দপুর পার্বতীপুর মহাসড়কে পিকআপের ধাক্কায় তহিদুল ইসলাম (২৮) নামের এক নছিমন ড্রাইভারএর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নছিমনে থাকা দুই গরু ব্যাবসায়ী

শুক্রবার (৭ই,জুন) সকাল ৮:টায় সৈয়দপুর চৌমুহনী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তহিদুল ইসলাম ৬নং গোয়ালডিহি ইউনিয়ন ৫নং ওয়াডের মোঃ জাকারুল ইসলামের ছেলে

স্থানীয় লোক সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে গরু নিয়ে সৈয়দপুর ঢেলাপীর হাট আসার তারা। পথে সৈয়দপুর চৌমুহনী নামক এলাকায় পৌঁছালে একটি পিকআপের পিছন থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনা স্থলে নছিমন ড্রাইভারের মৃত্যু হয় এবং নছিমনে থাকা দুই গরু ব্যাবসায়ী গুরুতর আহত হলে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে সৈয়দপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
মৃত তহিদুল ইসলামের লাশ টি বাড়িতে নিয়ে আশা হয় এবং দাফন কাফনের ব্যাবস্থা করা হয়।

সৈয়দপুর চৌমুহনী এলাকার জনতা ঘটনার পরে ঘাতক পিকআপটিকে আটক করে রাখেন।