নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ সভাপতির ১৫ দিনের কারাদণ্ড


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০৫, ১১:০৩ অপরাহ্ন /
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় যুবলীগ সভাপতির ১৫ দিনের কারাদণ্ড
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০৫,জুন, ২০২৪

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি ।।

৬ষ্ঠ ধাপে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার কারনে ভোলার চরফ্যাসনের এক উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থীর সমর্থক ইউছুফ আলী পন্ডিত কে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুন) চরফ্যাসন উপজেলাধীন ২০ নং পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রাপ্ত ইউছুফ আলী পন্ডিত উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং নুরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান জানান, ডিউটি চলাকালীন সময়ে জানতে পারি ইউছুফ আলী নামের একজন ভোট কেন্দ্রে সাধারণ ভোটারদেরকে টাকা দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে ভোট কেন্দ্রে গিয়ে তাকে উপস্থিত পাই। পরে আচরণ বিধি লঙ্ঘন করায় ইউছুফ আলী নামের একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এসময় তার সাথে থাকা ৪৮ হাজার টাকা ও একটি ডায়েরি জব্দ করা হয়েছে।