চরফ্যাশনের দুলারহাট মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ধর্ষক পলাতক।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৬-০১, ৬:২৪ অপরাহ্ন /
চরফ্যাশনের দুলারহাট মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ধর্ষক পলাতক।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ০১,জুন, ২০২৪

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:

দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাট থানা এলাকার আহাম্মদ পুর ৯ নং ওয়ার্ডে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসা পড়ুয়া ৮ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠে স্থানীয় মোঃ সাগর (২২) নামের এক যুবককে বিরুদ্ধে

ধর্ষিতার পরিবার সুত্র জানায় গত ২৩ মে শুক্রবার রাত অনুমান ১২ ঘটিকার সময় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে এনে সাগর একাধিক বার ধর্ষণ করে পরে বিষয়টি জানাজানি হলে সাগর কে সামাজিকভাবে বিয়ের জন্য চাপ দিলে সাগর বিয়ে করবে বলে বিভিন্ন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।পরে ধর্ষিতার মা বাদী হয়ে সাগরকে আসামী করে বুধবার দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

অভিযুক্ত মোঃ সাগর উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মোঃ মালেকের ছেলে। মামলার এজাহার সুত্রে জানাযায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রী এবং অভিযুক্ত মোঃ সাগর একই এলাকার বাসিন্দা। ওই ছাত্রী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে বিভিন্ন সময়ে সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ে করার আশ্বাস দিয়ে ফুঁসলিয়ে ২৩ মে রাত ১২ টার দিকে সাগর মাদ্রাসা ছাত্রীকে মুঠো ফোনে ছাত্রীর বাড়ীর পাশে এনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরে ওই ছাত্রী ডাক-চিকৎকার করলে স্থানীয় এগিয়ে আসে। এসময় অভিযুক্ত সাগর কৌশলে পালিয়ে যায়।

অভিযুক্ত মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ কারী সাগর পলাতক থাকায় তার কোন বক্তব্য পাওয়া যাইনি।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মা বাদী হয়ে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করেন। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।