দিদারুল আলম পটিয়া উপজেলার  চেয়ারম্যান নির্বাচিত হওয়াই, ডেকোরেটার্স  মালিক সমিতির অভিনন্দন। 


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-৩০, ১২:৩৬ অপরাহ্ন /
দিদারুল আলম পটিয়া উপজেলার  চেয়ারম্যান নির্বাচিত হওয়াই,   ডেকোরেটার্স  মালিক সমিতির অভিনন্দন। 
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ৩০,মে,২০২৪

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

– চট্টগ্রামের পটিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাচা খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার (দোয়াত–কলম প্রতীক)।
তার প্রাপ্ত ভোট ৫৬ হাজার ৫৪১ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ (আনারস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ১৪২ ভোট।

উল্লেখ্য, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় পটিয়ার একটি কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৬১৫। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার (উড়োজাহাজ)। তিনি পেয়েছেন পেয়েছেন–২৩ হাজার ৮৫০ ভোট। এছাড়া ডা. এমদাদুল হাসান (বই) ২৩ হাজার ৭৩, ঝুলন দত্ত (চশমা) ১৯ হাজার ৮৮৯, মুহাম্মদ নাজিম উদ্দীন (টিউবওয়েল) ১১ হাজার ৩০৭, সাইফুল হাসান টিটু (মাইক)৭ হাজার ৩২৩, মোজাম্মেল হোসেন (টিয়া পাখি) ৬ হাজার ৭২৭, মুহাম্মদ বেলাল (বৈদ্যুতিক বাল্ব) ৪ হাজার ৯৫৭ ও আশীষ তালুকদার (তালা) পেয়েছেন ৩ হাজার ১৬৯ ভোট পেয়েছেন। 
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন মাজেদা বেগম শিরু (কলস)। তিনি পেয়েছেন ২৪ হাজার ৮৯৪ ভোট। এছাড়া সাজেদা বেগম (প্রজাপতি)-২৪ হাজার ৭৩১, কানিজ ফাতেমা (পদ্ম ফুল)-২১ হাজার ১৩৭, সুমি দে (বৈদ্যুতিক পাখা)-১৪ হাজার ৫৩৬,  আয়েশা বেগম (ফুটবল)-১০ হাজার ৪৩ ও আফরোজা বেগম (হাঁস) ২ হাজার ৩০৯ ভোট পেয়েছেন। তবে আফরোজা বেগম জলি নির্বাচনে প্রচার প্রচারণায়  ছিলনা। এদিকে পটিয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল আলমকে এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন পটিয়া- কর্ণফুলী উপজেলা ডেকোরেটার্স মালিক সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আছহাব উদ্দিন,সহসভাপতি নুরুল আলম ভোলা,  যুগ্ম সম্পাদক মো:  মজিবুর রহমান, আবু সৈয়দ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  বখতিয়ার উদ্দিন,  শাহজাদা আলমগীর,আজিজ সও: দপ্তর সম্পাদক সাইফুল আলম, সদস্য সচিব  মো: শাহজাহান, সদস্য শেখ আহমদ লেদু প্রমুখ।- বিবৃতিতে পটিয়া- কর্ণফুলী ডেকোরেটার্স মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন  পরিশ্রম করে সফল বিজয় অর্জনে  দিদারুল আলম এর এ বিজয় পটিয়াবাসী আনন্দিত।  পটিয়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এর নেতৃত্বে পটিয়া উপজেলায় ব্যাপক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে নেতৃবৃন্দে আশাবাদব্যক্ত করেন। 

সেলিম চৌধুরী
 পটিয়া প্রতিনিধি
পটিয়া চট্টগ্রাম 

২৯/০৫/২৪