জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে প্রতিপক্ষের আগুন আদালতে মামলা।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২৫, ১১:১৬ অপরাহ্ন /
জমি নিয়ে বিরোধের জেরে বসতঘরে প্রতিপক্ষের আগুন আদালতে মামলা।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ২৫,মে,২০২৪

হানিফ খান স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাচুয়া গ্রামে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে ঘরটিতে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (৬/০৫/২৪) রাত সাড়ে ১০.৩০ টার দিকে পাচুয়া নামাপাড়া গ্রামের আব্দুল লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আব্দুল লতিফ জানান, জমি নিয়ে বিরোধের জেরে তার প্রতিবেশীর বিরুদ্ধে ২০২৩ সালে আদালতে একটি মামলা করেন তিনি।
মামলাটি আদালত চলমান । এর পর থেকে তাদের মধ্যে চলমান সমস্যা আরও বাড়তে থাকে। মামলাটি তুলে নেওয়ার জন্য তাকে হুমকি-ধমকি দেন তারা।

এর জের ধরে সোমবার রাতে তারা পরিকল্পিতভাবে বসতঘরে আগুন দিয়ে সব পুড়িয়ে দেয় প্রতিপক্ষের লোকজন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীনদের দেয়া একটি ঘরের কিছু অংশ পুড়ে যায় ।
তবে এ সময় ঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে ভুক্তভোগীর ছেলে আব্দুল জলিল মিয়া জানান, ইউপি মেম্বার ও কাছে অভিযোগ করেছি।

বিচারের জন্য মেম্বারর তাদেরকে নোটিশ করলেও সাড়া দেয়নি। কেননা তারা অতিবয় দুষ্ট ও শক্তিশালী লোক বলে স্থানীয় বিচারের তোয়াক্কা করে না।

আব্দুল লতিফের মেয়ে পারভিন আক্তার উপায়ান্তর না দেখে আদালতে মামলা করতে বাধ্য হয়।

ঘটনায় তিনি থানায় একটি মামলা করবেন বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০.৩০ মিনিটের দিকে আব্দুল লতিফের বাড়িতে তার ঘরে আগুন জ্বলতে দেখে লোকজন। আগুনের লেলিহান দেখে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, তা লোকজনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
পরে এলাকাবাসী ফায়ার সার্ভিস অফিসে ফোন করলে ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

গফরগাঁও থানার পুলিশ অফিসার ইনচার্জ শাহনুজ্জামান খান বলেন, বিষয়টি তিনি স্থানীয় লোকজনের কাছ থেকে শুনেছেন।
তবে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি।