বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২২, ১০:২৮ অপরাহ্ন /
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে  নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ২২,মে,২০২৪

সাদিয়া আফরোজা:-

ভালবাসা ঘিরে থাকুক এই পৃথিবীর প্রতিটি কোণে। সৃষ্টি হোক ভালবাসা সকলের মনে আর তা ছড়িয়ে পরুক প্রাণের অনুভবতায়।

Feel the Love, Create the Love, Share the Love- এই লক্ষ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় টিয়েন্স গ্রুপ- Tiens Love Day ২০২৪- এ কিছু সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ভালবাসার উপহার স্বরুপ প্রয়োজনীয় সামগ্রী প্রদান করে- ২২ মে ২০২৪, মিরপুর পল্লবী,ঢাকায়।।

ভালবাসাকে সকলের তরে উজ্জ্ববিত করতে প্রতি বছরেই চেষ্টার কোন ত্রুটি রাখে না টিয়েন্স বাংলাদেশ পরিবার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

তিয়ানশি বাংলাদেশের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব এন্ডি ওয়াং এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ম্যানেজার, জনাব নাজমুল ইসলাম- এর তত্ত্ববধায়নে টিয়েন্স এর আয়োজন ছিল সেই সকল সুবিধা বঞ্চিত মানুষদের মুখে হাঁসি ফুটিয়ে তোলা। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা – তাহমিনা আক্তার।

বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় ৭৫ টি পরিবারের মাঝে তুলে দেয়া হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং টিয়েন্স-এর বেষ্ট কোয়ালিটি প্রডাক্ট।

এগিয়ে থাকুক ভালবাসা, এগিয়ে যাক দেশ, সকলের কল্যাণে।