ময়মনসিংহের ত্রিশালে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণে মহিলা সমাবেশ।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-২২, ১২:১৪ পূর্বাহ্ন /
ময়মনসিংহের ত্রিশালে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণে মহিলা সমাবেশ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ২১,মে,২০২৪

এস.এম.জামাল উদ্দিন শামীমঃ

ময়মনসিংহের ত্রিশালে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল জুন সময়ের অধীনে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২১ মে সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ড দক্ষিণ নামাপাড়া এলাকায় মহিলা সমাবেশে গণযোগাযোগ অধিদপ্তর ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে সরকারের অর্জিত সাফল্য, উন্নয়ন পরিকল্পনা, স্মাঠ বাংলাদেশ ও ভিশন ২০৪১, সার্বজনীন পেনশন স্কিম, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, প্রসূতি ও শিশুর পরিচর্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার ও গুজব প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য পরিচালক শেখ মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা তথ্য সহকারী পরিচালক মোঃ মাসুদ মিয়া। সমাবেশে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গনি কুসুম। এছাড়াও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মিয়া,সাংবাদিক এ টি এম মনিরুজ্জামান,এস.এম জামাল উদ্দিন শামীম সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।