২ বছর ধরে আনুষ্ঠানিকভাবে হচ্ছে চড়ক মেলা মেলায় হাজারো মানুষের সমাগম।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-১৮, ১:০২ পূর্বাহ্ন /
২ বছর ধরে আনুষ্ঠানিকভাবে হচ্ছে চড়ক মেলা মেলায় হাজারো মানুষের সমাগম।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত, ১৭,মে,২০২৪

মোঃ আতাউর রহমান।
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

২ বছর ধরে আনুষ্ঠানিকভাবে হচ্ছে চড়ক মেলা মেলায় হাজারো মানুষের সমাগম।
চড়ক পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে হাজার হাজার ভক্ত-দর্শনার্থী উপস্থিত হন। খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন নলবাড়ী বড় ডাঙ্গা মাঠ গপ্রাঙ্গণে শুক্রবার চড়ক পূজারটি অনুষ্ঠিত হয়।

বাজছে ঢাকঢোল চলছে শঙ্খ আর উলুধ্বনি। হাজার খানেক মানুষ অপলক তাকিয়ে ৩০ ফুট উচ্চতার একটি দণ্ডের দিকে। একজন মানুষ বনবন করে শূন্যে ঘুরছেন একটি রশিতে ঝুলে। রশিতে ঝুলে থাকা একজন তাঁদের সঙ্গে থাকা ফুল-জল, কাঁচা আম, ফল, আবির, বাতাসা, নকুলদানা ইত্যাদি ছিটিয়ে দিচ্ছেন অগণিত ভক্ত-দর্শকের দিকে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন বড় ডাঙ্গা মাঠ প্রাঙ্গণে শুক্রবার বসেছে এ চড়ক মেলা।

ওই ব্যাক্তি যেখানে ঘুরছিলেন, সেটি ঘূর্ণনের জন্য পোঁতা কাঠের দণ্ডটি মাঠের মাঝখানে বসানো ওই কাঠের ওপর চরকির মতো আড়া আড়ি ভাবে বসানো আরও দুটি বাঁশের খণ্ড। সেই আড়া আড়ি ভাবে থাকা বাঁশের খণ্ডের প্রান্ত থেকে মাটি পর্যন্ত ঝোলানো তিনটি লম্বা দড়ি।
৩০ ফুট লম্বা কাঠের দণ্ডের ঠিক নিচে একদল মানুষ শক্ত হাত দিয়ে ঘোরান ওই তিন দড়ির একটা দড়ি। বাকি দড়িতে ঝুলতে থাকেন সন্ন্যাসী। এটাই চড়কপূজার মূল আকর্ষণ।
স্থানীয় ব্যক্তিরা বলেন, ২ বছরের ধরে আনুষ্ঠানিক ভাবে এ চড়কপূজা ও মেলা। পূজার মূল আকর্ষণ চড়ক ঘুল্লি দেখতে কয়েক হাজার হাজার ভক্ত-দর্শনার্থী সমবেত হন। পূজা কেন্দ্র করে বসে তিন দিনের গ্রামীণ মেলা। আগে তিন দিন ধরে মেলা চলত। তবে এখন এলাকার প্রধান ফসল ধান ও ভুট্টা ওঠানোর সময় বলে মেলার সময় কমিয়ে আনা হয়েছে। এবার এক দিনের মেলা হচ্ছে।