গাজীপুরের কালীগঞ্জে মোটর সাইকেল  দুর্ঘটনায় চালকের মৃত্যু।


deshsomoy প্রকাশের সময় : ২০২৪-০৫-১৮, ১২:৪৫ পূর্বাহ্ন /
গাজীপুরের কালীগঞ্জে মোটর সাইকেল  দুর্ঘটনায় চালকের মৃত্যু।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৭ মে,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমিলিয়া ইউনিয়নের বোয়ালীব্রিজ সংলগ্ন সড়কে এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত চালক মোঃ রায়হান মিয়া (২৪) উপজেলার তুমিলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সুরুজ আলীর ছেলে। অপরজন আহত একই প্রামের মোঃ কামাল হোসেনে ছেলে মোঃ রিফাত (২১)

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রায়হান এবং তার সহকর্মী মোঃ রিফাত কালীগঞ্জের হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। কারখানা থেকে দুপুরের খাবারের বিরতিতে বাসায় যাওয়ার সময় বোয়ালী ব্রিজ সংলগ্ন একটি বালুবাহী ড্রামট্রাক অতিক্রম করতে যায়। ট্রাকের পাশে বালু থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনই ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খায়।  মোটর সাইকেলের হাতলের রড চালক মোঃ রায়হানের (২৪) গলার ভিতর ঢুকে যায় এবং মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায়। অপরজন মোটর সাইকেলের পিছনে বসা মোঃ রিফাত (২১) মারাত্মক আহত হলে স্হানীয় লোকজন ঢাকার একটি হাসপাতালে মূমুর্ষূ অবস্থায় রয়েছেন।