গাজীপুরে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৬, ৮:১২ অপরাহ্ন /
গাজীপুরে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৬,মে,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগরা গরুকাটা ব্রিজ এলাকায় আগুনে কয়েকটি দোকান ও শতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে। এ ঘটনায় রাজু মিয়া নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

বুধবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ টিনশেডের একটি ঘরে আগুন লাগে। এ সময় আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কয়েকটি দোকান ও শতাধিক টিনশেড ঘর পুড়ে গেছে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

গাজীপুরে শতাধিক বসতঘর-দোকান আগুনে পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া গরুকাটা ব্রিজ এলাকায় আগুন লেগে তিনটি কলোনির শতাধিক ঘর ও দোকানের মালপত্র পুড়ে গেছে।

বুধবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোগড়া এলাকায় একটি হোটেল ও চায়ের দোকানে আগুন লাগে। এ সময় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের তিনটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা চেষ্টা করে আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি কলোনির শতাধিক বসতঘর ও দোকানপাট এবং মালপত্র পুড়ে গেছে। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯ থেকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কলোনির মালিক মো. জাহাঙ্গীর আলম জানান, আগুন লেগে তার তিনটি দোকানসহ ৩১টি বসতঘর ও সেখানে থাকা টিভি ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আরেকটি কলোনির মালিক মোহর আলী জানান, তার একটি হোটেলসহ ৩১টি বসতঘর পুড়ে গেছে। অপর কলোনির মালিক আব্দুর রহমান জানান, তার ৭০টির মতো বসতঘর ও টিভি-ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর চৌরাস্তা ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন জানান, এলাকায় পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।