জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৬, ৮:০৩ অপরাহ্ন /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৬,মে,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৬ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮০টি কলেজের মোট চার লাখ ৩৩ হাজার ৮১৯ জন পরীক্ষার্থী ৩৩৯টি কেন্দ্রে অংশ নিয়েছে। এ পরীক্ষায় ৯৪ দশমিক ৪০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

প্রকাশিত ফলাফল জানতে সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh2Registration No লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকেও ফলাফল জানা যাবে।