গাজীপুরে দুই ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৯জন গ্রেফতার।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৪, ৫:০৬ অপরাহ্ন /
গাজীপুরে দুই ছিনতাইকারী চক্রের দলনেতাসহ ৯জন গ্রেফতার।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৪,মে,২০২৪

এম এইচ শাহীন, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারী চক্রের দলনেতা সহ মোট ৯ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-০১। ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছোরা, ১টি চাাপতি ও ১০টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আশিক (২৮), মোঃ আবু তাহের (৩০), মোঃ আরিফ হোসেন (২৮), মোঃ শাকিল হোসেন (২৯), আহাম্মদ আজিজ রনি (৩২), মোঃ আরমান (২৮), মোঃ হাসিবুর রহমান (২৭), শ্রী আনন্দ বাবু (৩০), মোঃ ইমন হোসেন রনি (২৯)।

র‍্যাব-০১ এর স্পেশালাইজড কোম্পানীর কমান্ডার মেজর জুন্নুরাইন বিন আলম মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

মেজর জুন্নুরাইন বিন আলম বলেন,মরকুন গুদারাঘাট এলাকায় ফাঁকা মাঠে একত্রিত হয়ে দুইটি দল ছিনতাই ও ডাকাতির পরিকল্পনা করছে এমন সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে দুই দলের দলনেতা সহ ৯ জনকে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, গাজীপুরবাসী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাজীপুরে আসা যাত্রীরা যাতে নিরাপদে সড়ক পথে চলাচল করতে পারে এবং নির্বিঘ্নে স্বস্তির সাথে বাড়ী ফিরে যেতে পারে এ লক্ষ্য নিয়ে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি এবং মলমপার্টি চক্রের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশী অভিযান অব্যাহত থাকবে।