রাঙ্গাবালীতে শিক্ষা সনদে বানান ভুল হওয়ায় বিপাকে শিক্ষার্থী।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৩, ৯:২৬ অপরাহ্ন /
রাঙ্গাবালীতে শিক্ষা সনদে বানান ভুল হওয়ায় বিপাকে শিক্ষার্থী।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত ১৩ মে ২০২৪

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক শিক্ষার্থীর জে.এস.সি ও এস.এস.সি সনদে মায়ের নামের বানানে ভুল হওয়ায় বিপাকে পড়েছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের লোকজন।
ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মী বেষ্টিন আদর্শ হাই স্কুলে (১৩১৩৫৩)। ভুক্তভোগী শিক্ষার্থী হচ্ছেন লক্ষ্মী বেষ্টিন আদর্শ হাই স্কুল থেকে জে.এস.সি ও এস.এস.সি পাস করা রুহুল হাওলাদার ও সাফিয়া বেগমের ছেলে মো. মাসুদ। এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. মাসুদ (১৭) জানান, আমি লক্ষ্মী বেষ্টিন আদর্শ হাই স্কুল থেকে জে.এস.সি ও এস.এস.সি পাশ করে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হই। একাদশ শ্রেণিতে ভর্তি ফরম পূরন করতে গিয়ে আমার মায়ের নামের বানানে ভুল দেখতে পাই। আমার মায়ের নাম সাফিয়া বেগম (SHAFIA BEGUM) কিন্তু আমার সনদে ভুলক্রমে আফিয়া বেগম (AFIA BEGUM) লিপিবদ্ধ হয়। এখন আমার মায়ের নামের বানান কলেজেও ভুল হলে বিপদের শেষ থাকবে না। এখন কীভাবে যে মায়ের নাম সংশোধন করব ভেবে পাচ্ছি না। আমার জে.এস.সি রোল নং- ৪৭৮২৫৮, রেজিঃ নং- ২০১৫২৫৫৩৭৪, পাসের সন- ২০২০ এবং এস.এস.সি রোল নং- ২২২৪০৮, রেজিঃ নং- ২০১৫২৫৫৩৭৪, পাসের সন- ২০২৩। এ বিষয়ে মো. মাসুদের বাবা রুহুল হাওলাদার বলেন, আমার ছেলের শিক্ষা সনদে তার মায়ের নামের বানান ভুল আছে। সেটা সংশোধনের জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু কোন ফল পাচ্ছি না। পরে একজন আইনজীবির পরামর্শ নিলে তিনি এ্যাফিডেভিট করার পরামর্শ দেন। তাই ভেবেছি এখন এ্যাফিডেভিট করব। তাও যদি আমার ছেলের সনদে তার মায়ের নাম সঠিক হয় তাহলেও ভাল। এ বিষয়ে মো. মাসুদের মা সাফিয়া বেগম জানান, আমরা গরিব মানুষ। সব জায়গায় আমার নাম সাফিয়া বেগম। জাতীয় পরিচয়পত্রেও আমার নাম সাফিয়া বেগম। কিন্তু আমার ছেলের সনদে আমার নামটাই ভুল হয়েছে। এখন কী করব ভেবে পাচ্ছি না। ভবিষ্যতে আমার ছেলে কোন চাকুরীর আবেদন করলে তাও বাতিলে হয়ে যাবে। আমি আমার নাম সংশোধনের জন্য বোর্ড কর্মকর্তাদের প্রতি জোর অনুরোধ করছি।