মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চেয়ারম্যান প্রার্থী কিশোরের সমর্থকদের বিশাল শোডাউন।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৩, ৮:৪৬ অপরাহ্ন /
মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ চেয়ারম্যান প্রার্থী কিশোরের সমর্থকদের বিশাল শোডাউন।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,মে,২০২৪

প্রিয়ন্ত মজুমদারঃ

কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলার সর্ববৃহৎ উপজেলাটিতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন। ৩ টি পদের বিপরীতে মোট লড়ছেন ১৪ জন।

উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান (ঘোড়া), রাশেদ হায়দার (দোয়াত-কলম) মার্কাতে প্রতিদ্বন্দ্বীতা করবে।

ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল (চশমা), হাবিবুর রহমান (উড়োজাহাজ), শাহিন (টিউবওয়েল), মোঃ আবদুল্লাহ নজরুল (টিয়াপাখি) ও মোঃ আতিকুর রহমান হেলাল (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছমা বেগম (পদ্মফুল), আফজালুন নেছা বাসিত (ফুটবল), কুলসুম বেগম (কলস), নাজমা আক্তার (প্রজাপতি), নূরজাহান মজুমদার (হাঁস),সানোয়ারা বেগম (সেলাই মেশিন) প্রতীক পেয়েছেন।

গুরত্বপূর্ণ ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন থাকলেও গতকাল মার্কা পাওয়ার পর শুধু আহসানুল আলম সরকার কিশোরকেই দেখা গিয়েছে তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে আনন্দ মিছিল করতে। নগরীর আল্লাহ চত্ত্বরে তার কর্মীসমর্থকদের উদ্দেশ্য করে তিনি অনুরোধ করেন নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে পালন করে ভোটারদের দোরগোড়ায় যেতে।

অন্যান্য প্রার্থীদের সাথে কথা বলে জানা গিয়েছে, তারা প্রতীক পেয়েছেন, শীঘ্রই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আচরণবিধি নিয়ে সকলেই খুব সচেতন। তবে, সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারা।

মুরাদনগর,কুমিল্লা।
১৩-০৫-২০২৪