পটিয়ার বিভিন্ন স্পটে  মাদক  ও ইয়াবা ব্যাবসা জমজমাট  আইনের আওতায় আনার   দাবি সচেতন মহলের ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৩, ৫:২৮ অপরাহ্ন /
পটিয়ার বিভিন্ন স্পটে  মাদক   ও ইয়াবা ব্যাবসা জমজমাট   আইনের আওতায় আনার    দাবি সচেতন মহলের ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,মে,২০২৪

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বিভিন্ন স্পটে মাদক ও ইয়াবা ব্যাবসা জমজমাট চালাচ্ছে মর্মে খবর পাওয়া গেছে। পটিয়া থানার পুলিশের চোখ ফাঁকি নিধিরাম ব্যাবসা চালানোর ফলে  বিভিন্ন সামাজিক রাজনৈতিক সুএে অভিযোগ উঠে। 

 মাদকের কারণে যুবসমাজ ও ছাএসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বিশেষ করে পটিয়ার শাহ্গদি মার্কেট মহাসড়ক সহ আশেপাশের এলাকার মো: বাচা, পটিয়ার বাইপাস- সীতাবিধু স্কুল এলাকার মো: ওসমান, খানমোহনা এলাকার মোহাম্মদ হেলাল, ভট্টাচার্য হাট এলাকায় নেজাম বিকাশ দাশ এর নেতৃত্বে মাদক ও ইয়াবা ব্যাবসা জমজমাট চালাচ্ছে বলে এলাকার লোকজন সুএে জানাগেছে। 

এছাড়াও পটিয়ার বাসষ্টেশন- বৈ লতলী রোড এলাকায় একটি বিশাল মাদক সিন্ডিকেট রয়েছে। এ-সব মাদক ইয়াবা- বিকিকিনির হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন  এলাকাবাসী। এ-সব মাদক সম্রাটরা কিশোর গ্যাংদের ব্যাবহার কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। পটিয়া থানার পুলিশ তদন্ত সাপেক্ষে এইসব মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিজ্ঞ আইনজীবী ও সুশীল সমাজ ও ব্যাবসায়ী  নেতৃবৃন্দ। 

সেলিম চৌধুরী 

পটিয়া প্রতিনিধি

পটিয়া চট্টগ্রাম