এসএসসির ফলাফলে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সেরা সাফল্য


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১৩, ১১:৩৯ পূর্বাহ্ন /
এসএসসির ফলাফলে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের সেরা সাফল্য
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১৩,মে,২০২৪

অনলাইন ডেস্ক ঃ

২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ। ফলাফলের দিক দিয়ে শ্রীপুরে সেরা স্কুল বলে প্রমাণিত করেছে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়। গাজীপুর শ্রীপুরে তালিকার শীর্ষে রয়েছে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়।

পরীক্ষার্থীর তুলনায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয়। স্কুলটির ২২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ০৩ জন গোল্ডেন,০৫ জন A+ ও ১০ জন A গ্রেডসহ ১০ জনই জিপিএ-৫ পেয়েছে,এবং শতভাগ শিক্ষার্থী পাস করেছে বলে জানা যায়।

শতভাগ শিক্ষার্থী পাশের হার এর বিষয়ে জানতে চাইলে, আলহাজ্ব উমেদ আলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এম কম আবু সাঈদ মাস্টার তিনি জানান,
আলহামদুলিল্লাহ আলহাজ্ব উমেদ আলী মডেল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় সাফল্যর আরেক ধাপ এগিয়ে গেল। আজ প্রকাশিত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ০৩জন গোল্ডেন,০৫ জন A+ ও ১০ জন A গ্রেডসহ শতভাগ পাশ করেছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তিনি আরো বলেন,আমাদের অএ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষক/ শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই প্রতিষ্ঠানের সফলতা অর্জন করতে পেরেছি,তাই আমি আমার অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকারদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং পাশাপাশি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে আগামীতেও যেন আমরা এই শতভাগ পাশের হার এর চেয়ে আরও ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি। তাহলেই অত্র প্রতিষ্ঠানের আমাদের পরিশ্রম ও মেধা ক্ষয় করতে পেরেছি বলে নিজেকে সার্থক বলে মনে হবে। সেই সাথে সকল শিক্ষার্থীদের অভিবাবকদের প্রতি তিনি আহ্বান জানান,সকল অভিভাবক রায় আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখবেন,তারা কি ঠিকমতো স্কুলে আসা-যাওয়া করছে কিনা,স্কুল শেষে সঠিক সময়ে বাসা ও বাড়িতে ফিরছে কিনা ।এমনকি কোথাও কোন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দিচ্ছে কিনা ও মোবাইলের প্রতি আসক্ত হয়েছে কিনা এই বিষয় গুলি একটু সকল অভিভাবক রায় খেয়াল রাখবেন।তাহলেই আমরা আশা করি,আপনার সন্তান সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ।এই সময় অএ প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন,১) এ,এ, রিদওয়ান মাষ্টার,২) মোছাঃ স্বপ্না বেগম,৩) মোঃ ফারুক হোসাইন,৪) মোঃ জাহাঙ্গীর আলম,৫) মোঃ মাসুদ রানা,৬) মোঃ ফরহাদ হুসাইন,৭) সুমী আক্তার,৮) এ, মান্নান,৯) মোঃ জাকির হোসাইন,১০) মোঃ সোহেল প্রধানসহ অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ ও অভিভাবকরা।

আলহাজ্ব উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,কম,আবু সাঈদ মাস্টার তিনি প্রতিবেদক কে আরও জানান,আজ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গণভবন থেকে ঘোষণা করেছেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন,শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রোববার ১২ মে ২০২৪ ইং রোজ ( রবিবার)সকালে গণভবনে তিনি মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪- এর ফলাফল ঘোষণা করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন,সারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সময়োপযোগী শিক্ষার ব্যবস্থা করতে চায় সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১১টি শিক্ষা বোর্ডে মোট ২০ লক্ষ ৩৮ হাজার ১৫০ জন পরীক্ষার্থী। ছাত্রসংখ্যা ৯ লক্ষ ৯৯ হাজার ৩৬৪ জন,আর ছাত্রী সংখ্যা ১০ লক্ষ ৩৮ হাজার ৭৮৬ জন। কেন ছাত্ররা কম? সে কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের আরও উদ্যোগ নিতে হবে,কি কারণে ছাত্ররা কমে যাচ্ছে? পাসের হারেও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী।

এসময় প্রধানমন্ত্রী আরোও বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো দেশ উন্নতি করা যায় না। সেজন্য আমাদের সরকার সবসময় শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষাতে আমরা যে ব্যয় করি,এটাকে আমরা ব্যয় বলি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন এটা বিনিয়োগ। শিক্ষাতে আমরা বিনিয়োগ করি বলে জানান তিনি।