হৃদরোগ হাসপাতালে চিকিৎসা রত দোয়া কামনা সাংবাদিক ইব্রাহিম খন্দকারের পরিবারের ।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৪-০৫-১২, ৯:০৯ অপরাহ্ন /
হৃদরোগ  হাসপাতালে চিকিৎসা রত দোয়া কামনা  সাংবাদিক ইব্রাহিম খন্দকারের পরিবারের ।
Print News || Dailydeshsomoy

প্রকাশিত,১২,মে,২০২৪

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ এর সহ – সভাপতি কালীগঞ্জ  রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ ইব্রাহিম খন্দকার গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ,  কালীগঞ্জ  বাসী সহ দেশ ও দেশের বাহিরে   থাকা সকল শ্রেণীর  মানুষের  কাছে দোয়া চেয়েছেন তিনি ও তাঁর পরিবার।

তাঁর পারিবারিক সুত্রে জানা যায় ইব্রাহিম খন্দকার দীর্ঘদিন যাবত হৃদ রোগে  আক্রান্ত ছিলেন, এবং চিকিৎসাও নিচ্ছিলেন তবে গতকালকে হঠাৎ করে তিনি বেশি অসুস্থ হয়ে পরলে তাঁকে রাজধানীর জাতীয় হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত তাঁর অবস্থা ইস্তিতিশীল রয়েছে বলে তাঁর পারিবারিক সুত্রে জানা যায়।তার দ্রুত সুস্থতার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মো: ইব্রাহিম খন্দকার ১৯৯৫ সাল থেকে সাংবাদিকতা করে আসছেন।তিনি সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন,ব্যাপক জনপ্রিয় অর্জন করেছেন এলাকার সামাজিক উন্নয়ন ও কর্মকান্ডে তার ব্যাপক  অবদান রয়েছে তিনি পরোপকারী ও বড় মনের মানুষ এবং হৃদয়বান,  তিনি কালীগঞ্জ মুনুশুরপুর  বাইতুন নূর জামে মসজিদের সাধারন সম্পাদক ও কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক সভাপতি আওয়ামী যুব লীগ, কালীগঞ্জ পৌরসভা । ইব্রাহিম খন্দকার সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও প্রবীণ সাংবাদিকদের মধ্যে একজন দক্ষ সংগঠক ইব্রাহিম খন্দকার । 
তিনি তার  কর্মজীবনে  সততার সহিত  ও অত্যন্ত সাধা মাটা জীবন কাটিয়ে বড়দের সন্মানের সাহিত  সকলের মতামত নিয়ে সাংগঠনিক ও সামাজিক কাজ করে থাকেন।তাঁর পরিবারের পক্ষ থেকে দেশ বাসীর কাজ থেকে দোয়া কামনা করেন, মহান আল্লাহ যেন ইব্রাহিম খন্দকার কে দ্রুত সুস্থ করে আমাদের সকলের মধ্যে ফিরিয়ে দেন এবং উনাকে নেক হায়াত দান করুন আমিন।